৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:৩২

বাড়ছে জলাবদ্ধতা-যানজট

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রতিবছর বর্ষার সময় জলাবদ্ধতা দেখা দেয় নগরী ও জেলাজুড়ে। বর্ষায় বন্যার শঙ্কা তো সব সময় থাকে। আবার কোনো কোনো সময় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়। এটি সবারই জানা যে জেলার কয়েকটি খাল কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। জেলার চারপাশের নদীগুলোর অবস্থাও খুব ভালো নয়। ফলে প্রতিবছর বর্ষায় নগরীর জলাবদ্ধতা প্রায় স্থায়ী রূপ নেয়। সামান্য বৃষ্টিতেও প্রায় অচল হয়ে পড়ে নগর ও জেলা। একইসাথে ঈদকে সামনে রেখে তীব্র হচ্ছে যানজট। যানজটের তীব্রতার কারণে পাঁচ মিনিটের রাস্তায় পার হতে সময় লাগছে ৩০-৪০ মিনিট।

এবারও বন্যা পরিস্থিতির উন্নতির কোনো সুখবর নেই। চারপাশের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে উঠছে। এত আতঙ্কিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিষ্কাশনব্যবস্থা। আগে নগর ও জেলার পানি নর্দমা ও বক্স কালভার্ট হয়ে খালের মাধ্যমে প্রবাহিত হতো নদীতে, যা এখন হচ্ছে না। উল্টো নি¤œাঞ্চলে ঢুকছে নদীর পানি। কয়েক দিন আগেই বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল নগরী বেশির ভাগ সড়ক ও অলিগলি।

অপরদিকে, ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ভীড় ফুটপাত পেরিয়ে রাস্তায়, হকারদের দ্বারা রাস্তা দখল, রিক্সার সংখ্যা বৃদ্ধি, উল্টো পথে আসা যানবাহনের কারণে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান বাস টার্মিনাল ১ নং রেল গেইট এলাকা থেকে ২নং রেল গেইট পর্যন্ত আসতে সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট। আগে সময় লাগতো ২ থেকে ৩ মিনিট। এছাড়া ২ নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত আসতে যানবাহনগুলোর সময় লাগছে ২০-২৫ মিনিট, অথচ কিছুদিন আগেও ৫-৬ মিনিটেই চাষাড়া আসা যেতো।

নগরবাসীর মতে, ঈদ এলেই অজানা কারণে এ দুটি সড়কে যানজট বেড়ে যায়। তাই সংশ্লিষ্ট সকলের উচিত তীব্র এ যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে এবং নগরবাসীর মূল্যবান কর্মঘন্টা বাচাঁতে প্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, কয়েক দিন আগে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় নারায়ণগঞ্জের রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল। এ ছাড়া শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। শীঘ্রই বন্যা ও জলাবদ্ধতা সমস্যার সমাধান করা না গেলে কঠিন অবস্থার সৃষ্টি হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নারায়ণগঞ্জ জেলাকে গতিশীল করতে ও জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদী ও সুচিন্তিত পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ ধরনের কোনো প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে, এটাই আমাদের প্রত্যাশা।

বাছাইকৃত সংবাদ

No posts found.