৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:০১

র‍্যাবের অভিযানে শহরে ২০ জুয়াড়ি গ্রেফতার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে  গ্রেফতার করেছে র‍্যাব-১১।  এ সময় নগদ ৯ হাজার ৪৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সোমবার ২৮শে ডিসেম্বর দুপুর দেড়টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ৩নং মাছঘাটের জুয়ার আস্তানায় এ অভিযান চালায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো,  রবিউল ইসলাম (৩৭), সেলিম (৪০), সাখাওয়াত হোসেন (৩৩), বাদশা (২৮), কমল (৫৫), ইকবাল হোসেন(৩৭),  মোঃ মোজাম্মেল শিকদার (৪৫), মোঃ আলী আক্কাস (৭৬), মোঃ শহীদ রহমান (৫২), রতন (৫২), রতন চন্দ্র বর্মণ (৫৫), ১২। প্রদীপ চন্দ্র দাস (৩০), ১৩। সামসুল হক পাখি (৪৫), ১৪। মোঃ আমির (৫৮), ১৫। মোঃ দুলাল উদ্দিন (৩৮), ১৬। মোঃ মিজানুর রহমান (৪৫), ১৭। তপন খন্দকার (৬০), ১৮। পরিতোষ সাহা (৩৭), ১৯। মোঃ সেলিম খান (৪৮) ও ২০। গৌরাঙ্গ মালাকার (৪৮)।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়,  কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় মাদক এবং জুয়ার আসর চলতো। কখনো বাসের ভিতরে আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই মাদক ও জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয়।

স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব আরও  জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বড় শাহাজাহানের নেতৃত্বে তপন মেম্বার, সেলিম, লিটন ও টাক মনিরের সহযোগীতায় নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.