৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১২:৩১

লিংক রোডে ময়লার চেহারা থাকবে না: শামীম ওসমান

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, খুব শীগ্রই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক রাস্তা হবে। এই রাস্তা নারায়ণগঞ্জের চেহারা বদলে দিবে। এখন যেমন ময়লার চেহারা, তখন ময়লার চেহারা থাকবে না। তখন থাকবে সৌন্দর্যের চেহারা।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর শহরের জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে ‘দৈনিক ইত্তেফাকের বর্ষপূর্তি উপলক্ষ্যে’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, অনেকেই ভেবেছিলেন করোনার কারণে সকল প্রজেক্ট বাতিল করা হচ্ছে, এটা হয়তো হবে না। কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মাননীয় প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই প্রজেক্টা রেখেছেন।

তিনি বলেন, চাষাড়া থেকে আদমজী প্রায় ৭ কিলোমিটার রাস্তার ১’শ কোটি টাকার উপরে টেন্ডার আজকে হয়েছে এই কাজটি হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন হচ্ছে। এখানে একটা সমস্যা আছে। চাষাড়া থেকে রাস্তাটা এটা ডিপিপি হচ্ছে । এটাও বিশাল বড় একটা কাজ হবে, ১২০ ফিট পুরটা রাস্তা আরসিসি হয়ে জুরাইন যাবে। যার মিনিমাম খরচ হবে প্রায় হাজার কোটি টাকা।

তিনি বলেন, করোনার ৪ শতাংশ জিডিপি অন্য খাতে চলে গিয়েছে। এজন্য প্রজেক্টটি মনে করেছিলাম হবে না। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এ প্রজেক্ট শুধু দেখেননি মূল খরচের সাথে ফিজিবিল কস্টও যোগ করে দিয়েছেন। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটির বিসিক শিল্পনগরীতে ভাঙ্গতে গেলে লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভাঙ্গা পড়বে।

দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.