৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:০৭

জাহাঙ্গীর আলমকে আ.লীগ থেকে অব্যাহতি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমকে  আওয়ামী লীগ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার ২৪শে নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত শহিদ বাদলের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে অব্যাহতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজণৈতিক দল “ আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২১শে নভেম্বর ২০২০ তারিখে দেয়া বক্তব্য ক্ষমার অযোগ্য। যাহা বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।

প্রসঙ্গত, গেল শনিবার ২১ নভেম্বর বিকেলে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুলের মূল ফটকে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভেঙে দেওয়ার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের মানববন্ধনে খোকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে উল্লেখ করেন। এরপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের এই বক্তব্য প্রকাশিত হলে এ  নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এরপর সোমবার ( ২৩ নভেম্বর ) দুপুরে নিজের ভুল স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি যে, গত শনিবার ( ২১ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভুলবশত আমি বলেছিলাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী দল’।

বক্তব্যের এ অংশটি অনাকাঙ্খিত ও অনিচ্ছাকৃত। আমি তাৎখনিক ব্যাপারটি বুঝতে পারি নি। পরবর্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমার বক্তব্যের ভিডিও দেখে নিজের অনিচ্ছাকৃত ভুলটি নজরে আসে। এতে আমি লজ্জিত, দুঃখিত এবং জাতির কাছে ক্ষমাপ্রার্থী।

আমার এমন বক্তব্য আমি প্রত্যাহার সহ ভুল স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ করবো, ক্ষমা সুন্দর ভাবে দেখতে। অতিতের মতো কাধেঁ কাঁধ মিলিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মানবতার ‘মা’ শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।

বাছাইকৃত সংবাদ

No posts found.