
প্রাইম প্রতিবেদকঃ
হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে ও ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে ঢাকামুখী হয়ে হেফাজতের হাজার হাজার কর্মী। সোমবার সকালে তাদের কর্মসূচীর কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনদের।
রাজধানীর বাইতুল মোকারম মসজিদের সামনে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ও ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা ছিল হেফাজতের। ওই কর্মসূচীতে অংশ নিতে নারায়ণগঞ্জ হেফাজত শহরের ডিআইটি মসজিদের সামনে জড়ো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে যান চলাচল করতে দেয়নি পুলিশ। লোকজন বাস ট্রাক থেকে নেমে পায়ে হেঁটে সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দেন।
নারায়ণগঞ্জ হেফাজতের আমীর আবদুল আউয়াল পুলিশি বাঁধায় মোনাজাত করে চলে যান।
এদিকে সকাল ৭টা থেকেই সাইনবোর্ড এলাকায় পুলিশ, র্যাব ও ডিবি পুলিশ অবস্থান নেয়। পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
No posts found.