৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১২:২৪

ফতুল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়।

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে কেক কাটেন ওসি আসলাম।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক ও থানা আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল।

কমিউনিটি পুলিশিংয় ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী

আরো উপস্থিত ছিলেন ফতুল্লা বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, পাগলা বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ওবায়েদুল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, এনায়েতনগর ইউনিয়নের মহিলা মেম্বার রোজিনা আক্তার প্রমুখ।

কমিউনিটি পুলিশিংয় ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া প্রতিটি পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করারও দাবী জানান বক্তারা।

কমিউনিটি পুলিশিংয় ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।

আলোচনা সভা শেষে থানা এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‌্যালিটি ফতুল্লার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে থানা মিলনায়তনে এসে শেষ হয়। পরে ওসি আসলাম হোসেন উপস্থিত অতিথিদের নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের কেক কাটেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.