৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৪৭

ভূইগড়ে যুবকের লাশ উদ্ধার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

ফতুল্লা প্রতিনিধিঃ

ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কের ভুইগড় এলাকার রাস্তার  পাশে সাজেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এসবি গার্মেন্টের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে,  নিহত সেজান ঢাকার রাজারবাগ এলাকার বাসিন্দা। বছর কয়েক পূর্বে সে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় বসবাস করতো। সেইসূত্রে সেজান তার ছেলেবেলার বন্ধুদের সাথে দেখা করতে প্রায় সময়ই ইসদাইর বুড়ির দোকান এলাকায় আসতো।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠাই। তার সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় দূর্ঘটনাজনিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.