
প্রাইম বার্তাঃ
ফতুল্লার দাপা-ইদ্রাকপুর এলাকায় ছোট বোনকে ধর্ষণ চেষ্টায় বড় বোন বাধা দিলে কুপিয়ে আহত করার ঘটনার কিশোর গ্যাং নেতা জীবন (১৯)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার ১৩ অক্টোবর রাতে ফতুল্লার দাপা-ইদ্রাকপুর শিহাচর শিহাচর এলাকার শাজাহান রোলিং মিলস থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী জীবন দাপা-ইদ্রাকপুর এলাকার কবির হোসেনের ছেলে।
র্যাব-১১’র সিনিয়র এএসপি সুমিনুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আহত ওই গার্মেন্টসকর্মীর ছোট বোনকে দীর্ঘদিন নানাভাবে উত্যক্ত করে আসছে এবং কুপ্রস্তাব দিত। গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে ওই কিশোর প্রায় ১০/১৫ জন কিশোর গ্যাং এর সদস্যদের নিয়ে গার্মেন্টসকর্মীর ছোট বোনকে ধষর্ণের উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
তখন তার বড় বোন বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। এই সময় এলাকার কিছু লোকজন এসে উদ্ধার করে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর্রামশ দেন। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত স্থানে ১৮ টি সেলাই করেন।
পরে গার্মেন্টসকর্মীর মা ফতুল্লা থানায় এ সংক্রান্তে একটি অভিযোগ দায়ের করেন। র্যাব অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে দাপা-ইদ্রাকপুর শিহাচর শাজাহান রোলিং মিলস এর সামনে থেকে জীবনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
No posts found.