৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:১৩

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ১১ জন আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

ফতুল্লার চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় এলাকায় ত্রাস ও জনমনে ভয়ভীতি সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ।

শনিবার ১০ অক্টোবর ভোরে সময়  র‍্যাব-১১’র বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-  মোঃ রাসেল মিয়া (১৮),মোঃ জালাল (১৮),  আমিনুল ইসলাম (২৩), মোঃ জনি শফিকুল ইসলাম (১৮), মোঃ জাকির হোসেন জাকির (১৮), মোঃ আনোয়ার (১৮), মোঃ জুয়েল রানা (২২), মোঃ আবু নাঈম (১৮), মোঃ ফেরদৌস ইসলাম (১৮), মোঃ আব্দুল্লাহ শুভ (২৪) ও সাইফুল ইসলাম শান্ত (১৮)।

র‍্যাব-১১’র সিনিয়র এএসপি মোঃ সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্র“পের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ঐ এলাকায় কোন অপরিচিত লোক আসলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, গত ৮ অক্টোবর কিশোর গ্যাং গ্রুপের এই সদস্যরা অপর এক কিশোরকে অপহরণ করে চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখে এবং মারধর করে তার কাছে থেকে ৩০০০/- টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম এর মায়ের কাছ ফোন করে ৪০০০০/- টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম এর মা ১০০০০/- টাকা দিবে বলে জানায়। তারপর ভিকটিমের মা র‌্যাবের কাছে অভিযোগ করলে ঘটনার সত্যতা পেয়ে  র‌্যাব-১১ এর বিশেষ একটি আভিযানিক দল ভিকটিম কে উদ্ধার করে উক্ত কিশোর গ্যাং এর ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাছাইকৃত সংবাদ

No posts found.