৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৪১

চাষাড়ায় দুই সিএনজি চাঁদাবাজ আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম বার্তাঃ

নগরীর চাষাড়ায় সিএনজি থেকে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।এসময় চাঁদাবাজির নগদ ৩,৯৯০/- টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চাষাড়া রেল গেটের পূর্বপাশ থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন মোঃ মঞ্জুরুল হক মঞ্জু (৩৮)ও মোঃ হেলাল (৩৫)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন চাষাড়া রেল গেইটের পূর্বপাশ থেকে চলাচলরত সিএনজি চালকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সিএনজি প্রতি দৈনিক ৭০/- থেকে ৮০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাছাইকৃত সংবাদ

No posts found.