৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:২৭

মামলা প্রত্যাহারের দাবীতে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

কাঁচপুরে অবস্থিত রহিম গ্রুপের (স্টিল) শ্রমিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট।

শনিবার ২৫ জুলাই সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শাহজাহান প্রমুখ।

এ সময়ে বক্তারা মানববন্ধনে বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ খাত রি-রোলিং ও স্টিল মিলস। এখানে ২ লক্ষাধিক শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের রড ও স্টিলের প্রায় সমস্ত চাহিদা পূর্ণ করে। অথচ এই কারখানাগুলোতে কোনো শ্রম আইন মানা হয় না। যে শ্রমিকরা তাদের পরিশ্রম দিয়ে কষ্ট করে রড তৈরি না করলে বিল্ডিং, ব্রিজ, রাস্তা হতো না।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। মালিকরা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র দেয় না। শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটিসমূহ দেওয়া হয় না। মালিকরা যখন তখন কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করে। নিয়োগপত্র-পরিচয়পত্র না থাকায় শ্রমিকরা আইনি লড়াই লড়তে পারে না।

এ সময়ে রহিম গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের চাকুরী ফিরিয়ে দেবার আহবান জানান।

বাছাইকৃত সংবাদ

No posts found.