৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৯:১০

টিম মোস্তফা-১৯’র পাশে জেলা পরিষদ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ও নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণার পর থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরীর নেতৃত্বাধীন টিম মোস্তফা-১৯। নিজের সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে সহযোগিতা করছেন তিনি ও তার টিম। করোনার উপসর্গ নিয়ে ও করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মারা যাওয়া ব্যক্তিদের সৎকারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরীর কাজে উদ্বুদ্ধ হয়ে তার পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ।

বৃহস্পতিবার মোস্তফা চৌধুরীর হাতে সৎকারের কাজের জন্য পিপিই ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় তিনি আগামীতেও এমন সহযোগিতার কথা জানিয়েছেন মোস্তফা হোসেন চৌধুরীকে।

এ বিষয়ে মোস্তফা হোসেন চৌধুরী বলেন, মানবতার জন্যই জেলা পরিষদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আমাদের টিমের পাশে এসে দাড়িয়েছেন এবং সৎকার কাজে সহযোগীতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। মোস্তফা চৌধুরী আরো বলেন, যতক্ষণ পর্যন্ত করোনা পরিস্থিতি ভালো না হবে সে পর্যন্ত মানুষের পাশে দাড়াতে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ও করোনায় আক্রান্ত হয়ে মৃত ২৬ জন মৃত ব্যক্তির লাশ সৎকার ও দাফন করেছেন তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.