৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৪৬

সংবাদ প্রকাশের পর চাষাড়া রেল গেটের সামনের সড়ক সংস্কার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

গত ৪ঠা নভেম্বর প্রাইম নারায়ণগঞ্জ ডট নেট অনলাইন নিউজ পোর্টালে “চাষাড়া রেল গেটের সামনে সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনসাধারণ” শিরোনামে সংবাদ প্রকাশের পর সড়কের এ অংশটিতে পিচ-ঢালাই দিয়ে সংস্কার করেছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

সংস্কারের অভাবে মহিলা কলেজের সামনে চাষাড়া রেল গেটের নীচে সড়কটির এ অংশে বিটুমিন, ইটের খোয়া উঠে গিয়ে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। রাস্তার মাঝে বিশালকার কয়েকটি গর্তের কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলের বেশ ভোগান্তি পোহাতে হতো। তারপরও মানুষ বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতো।

দীর্ঘ সময় ধরে সড়কের এ অংশে এমন দুরাবস্থার কারণে রাস্তার ইট-বিটুমিন উঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হলেও গর্তগুলো ভরাট করার কোনো উদ্যোগ গ্রহন করছিলো না ঢাকা সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে “প্রাইম নারায়ণগঞ্জ ডট নেট” অনলাইন নিউজ পোর্টাল সহ স্থানীয় দৈনিকগুলোতে ৪ঠা নভেম্বর সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের চারদিন পর গত রবিবার (১৫ নভেম্বর) রাতে পিচ ঢালাই দিয়ে সড়কটি সংস্কার করে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ।

রোববার (১৫ নভেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষাড়া রেল গেটের সামনে যে স্থানগুলোতে বিটুমিন, ইট উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হয়েছিলো, সে স্থানগুলোতে পিচ ঢালাই দিয়ে সংস্কার করা হচ্ছে। এ সংস্কারের ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ উপকৃত হবে বলে মনে করেন স্থানীয়রা। একইসাথে এখন স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে সমস্যা হবেনা বলে মনে করছেন চালকরা।

বাছাইকৃত সংবাদ

No posts found.