
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭ জনের দেহে। মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫১৪৮ জনে।
৩০ জুন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকায় ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, সদর উপজেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা ৮জন, সোনারগাঁয়ে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, বন্দর উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন এবং আড়াইহাজারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। এসময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু ঘটেনি বলেও জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৪১৮ টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৫ ও পাঁচটি উপজেলায় ৪২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
আরও পড়ুন: করোনা , করোনা আপডেট
No posts found.