৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১০:৫১

হীরা কমিউনিটি সেন্টারের সামনে ময়লার স্তূপ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

শহরের জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারের প্রবেশপথের উল্টো পাশে রাস্তাঘেঁষে স্থানীয় লোকজন নানা ধরনের ময়লা-আবর্জনা ফেলেই চলেছেন। এতে করে আবর্জনা থেকে তৈরি ময়লার স্তূপে ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে হরহামেশা। ময়লার দূর্গন্ধে সড়কে চলাচলকারী হাজারো মানুষের নাক চেপে ফিরতে হচ্ছে ঘরে ও কর্মস্থলে। অভিযোগ আছে, নগরে পর্যাপ্তসংখ্যক ডাস্টবিন ও নাসিক কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় ময়লা ফেলা চলছে। আর পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা মেলে, হীরা কমিউনিটি সেন্টারের সামনের এই সড়কের সামনে সড়কে প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, কাগজ, কার্টুন, উচ্ছিষ্ট খাবার, ক্লিনিক্যাল বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা বিচ্ছিন্নভাবে ছিটিয়ে রয়েছে ।প্রায় এক সপ্তাহ ধরে শহরের গুরুত্বপূর্ণ এ সড়কে এভাবে যত্রতত্র আবর্জনা ফেলছেন স্থানীয় লোকজনেরা।ময়লা থেকে তৈরি স্তুপ নিয়মিত পরিষ্কার করছেনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

লোকজন বলছে, নাকে মাস্ক থাকলেও দূর্গন্ধের কারণে চলাচল করতে কষ্টকর হয়ে উঠছে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বিশেষ করে বয়:বৃদ্ধ ও শিশুসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জামতলা এলাকার জুবায়ের(৫৫)নামে একজনকে দেখা যায় রাস্তার উপর পচা খবার ফেলতে। কেন রাস্তার পাশে এভাবে কেন ময়লা ফেলছেন? তিনি স্বাভাবিকভাবে উত্তর দেন , ‘সবাই ফেলে। তাই আমিও ফেলি।’

পথচারী পারভেজ (২২) বলেন, ময়লার দূর্গন্ধে আমরা এই সড়কে চলতে পারিনা। প্রায় সময় এখানে ময়লা ফেলে রাখা হয়। দায়িত্বশীল কোন আচরণ নেই আশপাশের বাড়ির লোকজনদের। ময়লার দুর্গন্ধ থেকে আমরা মুক্তি চাই।

এ বিষয়ে নাসিক ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, এই ময়লাগুলো কোন বাসা-বাড়ির ময়লা না এগুলো রাস্তার ময়লা। আমরা পুরো সপ্তাহের জমানো ময়লা প্রতি রোববার এগুলো সড়িয়ে নেই। এমন চারটি ময়লার ডাম্পিং পয়েন্ট রয়েছে যেখানে এ ময়লা রাখা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.