
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি, শ্বশুর সাইফুদ্দিন আহমেদ ও বিকেএমইএর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাতেমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে নগরীর সনাতন পাল লেনস্থ হোসিয়ারী এসোসিয়েশনের ক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) ও বিকেএমইএ পরিচালক মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক (জেনারেল) বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, মোঃ আবদুল হাই, মোঃ মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, আমিরউল্লাহ রতন, পরিচালক (এসোসিয়েট) মো. নাছির শেখ, হাজী মোঃ শাহীন হোসেন, নাছিম আহমেদ, মোঃ আতাউর রহমান, মোঃ মিজানুর রহমানসহ হোসিয়ারী ব্যাবসায়ী বৃন্দ।
দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় বঙ্গবন্ধু ও ওসমান পরিবারের মৃত সকল সদস্যদের আত্মার রূহের মাগফেরাত এবং জীবিত সকল সদস্যসহ সাংসদ শামীম ওসমানের স্ত্রী, শ্বশুর ও মোহাম্মদ হাতেমের দীর্ঘায়ু কামনা করা।
প্রাইম/এসএস
No posts found.