
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলামকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাকে বিমান বন্দর থেকে আটক করা হয়। আটক রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।
আড়াইহাজারের পাঁচরুখী ভুঁইয়াপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, দুবাইগামী বিমানের যাত্রী ছিলেন রাকিবুল। বিমানবন্দরে লাগেজ তল্লাশির সময় তার ব্রিফকেসে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪২ লাখ টাকা।
প্রাইম/এসএম
No posts found.