৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:৫৪

৫০ বছর পর দিনের আলোতে প্রতিমা বিসর্জন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

আনন্দ-বেদনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জে দিনের আলোতে বিসর্জন করা হচ্ছে দুর্গতি নাশিনী দুর্গাকে। জেলা পূজা উদযাপন কমিটি জানিয়েছে গত ৫০ বছর পর নারায়ণগঞ্জে দিনের আলোতে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। 

প্রতিবছর প্রতিমা কে আলোকিত করে বিসর্জনের  ব্যতিক্রমী আয়োজন করোনা পরিস্থির কারনে এবার পরিহার করেছে নারায়ণগঞ্জের পূজা উদযাপন কমিটি। 

সোমবার ২৬অক্টোবর দুপুর ২টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরের পূজা মন্ডপ থেকে প্রতিমাগুলোকে গাড়িতে করে শহরের ৩নং মাছ ঘাট এলাকাতে আনার প্রস্তুতি । সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত চলবে বিসর্জন চলার কথা থাকলেও এখনও সব মণ্ডপের প্রতিমা আসেনি।

উৎসবমুখর পরিবেশের  ট্রাক, পিকআপ ভ্যান সহ বিভিন্ন খোলা যানে করে প্রতিমাগুলোকে শীতলক্ষ্যা নদীতে বিসর্জন করা হচ্ছে একই সময়ে ফতুল্লা এলাকার প্রতিমা বিসর্জন করা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে ও বন্দরের প্রতিমা বিসর্জন করা হচ্ছে ধলেশ্বরী নদীতে। 

এর আগে বিভিন্ন মন্দিরে ঐতিহ্যবাহী আরতি প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। তবে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর খেলা উৎসব।

বাছাইকৃত সংবাদ

No posts found.