
প্রাইম নারায়ণগঞ্জ:
নগরবাসীর কাছে এখন চরম বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিক্সা, মিশুক, অটোরিক্সা আর ইজিবাইক। নিয়ন্ত্রণহীন এসব অটোরিক্সা-ইজিবাইক সড়কের ওপর এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করায় ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। তাছাড়া, উচ্চস্বরে বাজানো এই যান্ত্রিক হর্ণে শব্দদূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। ক্ষুদ্র এই যানবাহনের হেড লাইটের তীক্ষ্ম আলোয় রাতের বেলা মানুষের স্বাভাবিক চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
অপরদিকে, এসব মিশুক, অটোরিক্সা ও ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার কারণে বাড়তি চাপ পড়ছে বিদ্যুতের ওপর। এতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তারও কোনো হিসাব নেই বিদ্যুৎ বিভাগের কাছে। তাছাড়া নগরীতে অটোরিক্সা-ইজিবাইকের সংখ্যা কতো তাও জানা নেই প্রশাসনের। তবে, এর সংখ্যা কয়েক হাজার হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে নগরীর ২নং রেল গেট, গলাচিপা, জিমখানা, নিতাইগঞ্জ মোড় এলাকায় এই মিশুক-ইজিবাইকের অস্বাভাবিক জটলা দীর্ঘদিনের। নির্দিষ্ট স্ট্যান্ড না থাকা এই দুর্ভোগের মূল কারণ। নাসিকের ১৬ নং ওয়ার্ডের ২নং রেল গেটের পুরাতন ডায়মন্ড হলের সামনের সড়ক, জিমখানায়, ১৪ নং ওয়ার্ডের গলাচিপার মোড় এবং ১৮ নং ওয়ার্ডের জনবহুল নিতাইগঞ্জ মোড় একপ্রকার রেজিস্ট্রেশন বিহীন এইসব মিশুক, ব্যাটারীচালিত রিক্সা, অটোরিক্সা-ইজিবাইকের দখলে। বিশৃঙ্খলভাবে শত শত অবৈধ এসব যানবাহন দাড় করিয়ে রাখার কারণে কোনো মানুষ চলারও সুযোগ থাকে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ২নং রেল গেটের কয়েকজন ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে এবং রাস্তার ওপর এমনভাবে অটোরিক্সা-ইজিবাইক রাখা হয়, যার ফাঁক দিয়ে কোনো ক্রেতা দোকানে ঢুকতে পারেনা। এতে তাদের ব্যবসার মারত্মক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে উচ্ছেদের বা তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হলে এই জট যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যেতো।
নগরবাসীরা বলেন, এসব অবৈধ যানবাহনের কোনো নিয়ম – শৃঙ্খলা নেই। যোগাযোগে এসব ক্ষুদ্র যান মানুষের চলাচলে সহায়ক হিসেবে কাজ করলেও অদক্ষ ও বেপরোয়া চালকদের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একইসাথে এসব যানের হর্ণ এর কারণেও সাধারণ জনগনকে ভোগান্তি পোহাতে হয়। তাই অনতিবিলম্বে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উচ্চস্বরে বাজানো হর্ণের শব্দে ছোট বাচ্চা ও বয়:বৃদ্ধরা আছেন অধিক স্বাস্থ্যঝুঁকিতে। হার্ট ও উচ্চ রক্তচাপের রোগীর জন্য উচ্চস্বরের হর্ণ মারাত্মক ঝুঁকি। তাছাড়া, দীর্ঘদিন এমন হলে শ্রবনশক্তি হ্রাস, মানসিক বিষন্নতা এবং নিদ্রাহীনতা দেখা দেয়। এক কথায় এটি জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি।
১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, ২নং রেল গেট ও জিমখানায় সড়কের ওপর মিশুক, অটোরিক্সা-ইজিবাইক রেখে যান ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তাই আমি ব্যক্তিগতভাবে বারবার ওদেরকে সরিয়ে দেই, গতকালও সরিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয় নি।
তিনি আরও বলেন, সম্প্রতি বাজেট অনুষ্ঠানে মেয়র মহোদয় রাইফেল ক্লাবের সামনের অবৈধ স্ট্যান্ডের কথা বললেও আলী আহাম্মদ চুনকা সড়ক তথা ২নং রেল গেট, জিমখানাস্থ সড়ক দুটির অবৈধ স্ট্যান্ডের বিষয়ে কিছু বলেন নি। তবে নাসিকের আগামী সভায় আমি অবশ্যই এ অবৈধ স্ট্যান্ডের বিষয়ে কথা বলবো।
No posts found.