৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৫৫

হোয়াইট হাউজ, সুগন্ধা ও মেলা ফুডকে জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নগরীর হোয়াইট হাউজ, সুগন্ধা ফুড প্রোডাক্ট ও মেলা ফুড ভিলেজ রেষ্টুরেন্টকে বাসি খাবার বিক্রির দায়ে   ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ১৩ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা চালানো হয়।

প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ন তারিখ না থাকা, ফ্রিজে রান্নাকরা বাসি খাবার ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী হোয়াইট হাউজ নামক রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, ৩৭ ধারা অনুযায়ী সুগন্ধা ফুড প্রোডাক্ট নামক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও এই আইনের ৪৩ ধারা অনুযায়ী  মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ২০ হাজার অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাষাঢ়া, জামতলা ও গলাচিপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, বাজার অভিযানি উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা ক্যাব, চেম্বার অব কমার্স, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাছাইকৃত সংবাদ

No posts found.