
নগর প্রতিবেদকঃ
স্কুল কলেজ বন্ধ থাকা সত্ত্বেও জোরপূর্বক শিক্ষার্থীদের বেতন ফি গ্রহন এবং দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন ও গণধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার ৩ রা অক্টোবর বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তারা বলেন , করোনা কালিন স্কুল কলেজ বন্ধ থাকা সত্যেও জোরপূর্বক শিক্ষার্থীদের থেকে বেতন ফি আদায় করা হচ্ছে এবিষয়ে আমরা দ্রুত সরকারের কোনো একটি পদক্ষেপ গ্রহন করার দাবি জানাই। স্কুল কলেজ বন্ধ তবুও কর্তৃপক্ষ বিদ্যুৎ বিলটা পর্যন্ত আদায় করছে শিক্ষার্থীদের থেকে। সরকার সাহায্যের জন্য যেই টাকা বরাদ্ধ করছে তা পর্যন্ত আসল ভোক্তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না ।
মানববন্ধনে মুন্নি সরদার বলেন , সরকারি স্কুল কলেজের শিক্ষকরা মাস শেষেই বেতন পেয়ে যাচ্ছে কিন্তু বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা বেতন না পেয়ে দুর্দশাগ্রস্ত হয়ে পরেছে তাই সরকারের পক্ষ থেকে আমরা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য একটি আর্থিক বরাদ্ধ নিশ্চিত করার দাবি জানাই। তিনি বলেন,আর দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনে আজকে দেশে একের পর এক ধর্ষন মামলা বেড়েই চলেছে, আর আসামী ধরা পরছে না। আর যেই কয়েকজন ধরা পরছে তারা খুব সহজেই আইনের ফাদ থেকে বেরিয়ে পরছে। আমরা এই বিচারহিনতা সংস্কৃতির তীব্র নিন্দা জানাই। এসকল বিষয়ে আমরা প্রশাসনের উত্তর জানতে চাই এবং দ্রুত আসামীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। বক্তব্য শেষে তারা তাদের সকল দাবি নিয়ে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল করে ।
এসময় উপস্থিত ছিলেন, শুভ বনিক, মুন্নি সরদার, বেলাল হোসেন , সুলতানা আক্তার, চিত্রাঘোষ পরমা, ইবনে সানি দেওয়ান প্রমুখ।
No posts found.