
শীতলক্ষ্যার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি কমেছে ১১ সেন্টিমিটার। বৃহস্পতিবার সকালে শীতলক্ষ্যার পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। পরপর দুই দিন পানি বৃদ্ধির পর শুক্রবার পানি কমতে শুরু করেছে।
এদিকে সদর উপজেলার ৪ ইউনিয়নে পানি বৃদ্ধি জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি।
নদীর পানির প্রবল স্রোতে ভেঙ্গে গেছে সদর উপজেলার কাশীপুর ও বক্তাবলী ইউনিয়নের নির্মাণাধীন দুটি পাকা ভবন। গত তিনদিন ধরে পানি আবারও বাড়তে শুরু করায় সদর উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
শুক্রবার কাশীপুর ইউনিয়নের প্লাবিত নিন্মাঞ্চল উত্তর নরসিংপুর এলাকায় ত্রাণ নিয়ে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
No posts found.