৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:২৩

করোনা মুক্ত হলেন বন্দর ইউএনও

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা মুক্ত হলেন বন্দরের ইউএনও ওয়াহিদা জাফর সরকার শুক্লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই করোনা মুক্তির খবর জানান তিনি।

করোনা মহামারীর শুরু থেকেই মানুষের জন্য মাঠ পর্যায়ে থেকে কাজ করছেন তিনি। ১৮ জুলাই শনিবার হালকা কাশি অনুভব করায় টেস্ট করার পর ১৯ জুলাই রোববার রিপোর্ট পজিটিভ আসে তার। এর পরপরই আইসোলেশনে চলে যান তিনি।

এর আগে আরও ৩ বার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ এসেছিলো। তবে, করোনা মহামারিকে খুব দ্রুতই হারিয়ে দিয়েছে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত শনিবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যেই করোনাকে হারালেন সাহসী এ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় সুস্থতার কথাও নিজেই জানিয়েছেন শুক্লা সরকার। শনিবার (০১ আগষ্ট) তিনি জানিয়েছেন, একটু আগে মেসেজ আসছে আমার কোভিড-১৯ নেগেটিভ। আলহামদুলিল্লাহ। এখন শারীরিক ভাবে একটু সুস্থ হলেই এই কয়দিন যা যা খাইতে মনে চাইছে সেগুলা খাওনের জন্য একটা বিশাল ছোট খাটো নারায়নগঞ্জ টু ঢাকা ট্যুর দিবো ইনশাল্লাহ!

উল্লেখ্য, গেল ১৯ জুলাই করোনা আক্রান্ত হয়েছিলেন বন্দর ইউএনও ওয়াহিদা জাফর সরকার শুক্লা। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.