৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:৫২

বেচাবিক্রি শুরু না হলেও ট্রাক-ট্রলারে অনেক গরু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়ণগঞ্জের স্থায়ী-অস্থায়ী হাটগুলোতে ট্রলারে-ট্রাকে আসছে গরু। করোনার কারণে কেনাবেচা জমে না উঠলেও বেশিরভাগ হাটই ধীরেধীরে সরগরম হয়ে উঠছে। হাটগুলোতে আসছে না বেশী ক্রেতা-দর্শনার্থী। যারা আসছে তারা কোরবানির পশুর দরদাম যাচাই করলেও এখনও বেচাবিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতা ও ইজারাদাররা।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৭টি, সদর উপজেলায় ১১টি, রূপগঞ্জে ৯টি, সোনারগায়ে ১৭টি, আড়াইহাজারে ১৬টি ও বন্দরে একটি সহ মোট ৬১টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসেছে।

সাধারণত ঈদের সাত-আট দিন আগে থেকেই স্থায়ী-অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু আনা শুরু হয়ে থাকে। তবে এবার করোনা মহামারীর কারণে বেপারীরা গরু আনছেন কিছুটা দেরী করে। তারা বাজার ও পরিস্থিতি বিবেচনা করে গরু আনা শুরু করেছে।

মঙ্গলবার জেলার বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী হাটগুলোতে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের চারপাশের নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলারেও আনা হচ্ছে পশু।

এছাড়া বিভিন্ন প্রবেশপথ দিয়ে পশুবাহী ট্রাক ঢুকেছে জেলাতে। দিন-রাত নেই, একটির পর একটি ট্রাক এসে থামছে সাইনবোর্ড, জালকুড়িসহ বিভিন্ন হাটে।

অবশ্য গত বছর ঈদের ৪-৫ দিন আগে জেলায় যে পরিমাণ পশুবাহী ট্রাক ঢুকেছে, সে তুলনায় এবার আসছে কম। পাইকাররা বলছেন, মহামারী করোনা ভাইরাসের কারণে এবার বেচা-বিক্রি কম হবার সম্ভাবনাই বেশী। তাই এবার তারা বাজার বুঝে গরু আনবেন।

এদিকে, হাটে পশু আনা শুরু হলেও এখনও শুরু হয়নি বেচাকেনা। দু/এক দিনের মধ্যেই হাটগুলো কোরবানি পশুতে ভরে উঠবে বলেও জানা যায়। আগামী বুধবার থেকে পশু বিক্রি জমে উঠতে পারে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা।

এবার নদী ও সড়ক পথে গরু নিয়ে আসার সময় কোনো প্রকার চাঁদাবাজির শিকার না হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা।

বাছাইকৃত সংবাদ

No posts found.