৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:৩২

নিতাইগঞ্জের মোস্তফা স্টোরকে অর্ধলক্ষ জরিমানা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

শহরের নিতাইগঞ্জ এলাকার মেসার্স মোস্তাফা স্টোরে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ , প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় এবং প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদ ও খুচরামূল্য না থাকার কারণে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২৭শে অক্টোবর নিতাইগঞ্জের ডাইলপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিতাইগঞ্জের ডাইল পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি , প্রতিশ্রুতপণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় এবং প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ ও খুচরামূল্য লিপিবদ্ধ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১,৪৫ ও ৩৭ ধারায় ২০,০০০/- হাজার টাকা করে মোট ৬০,০০০/- হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া ৪০ প্যাকেট ডেইলি গুড রাধুনি সুগন্ধি চিনিগুড়া চাল জব্দ করা হয়েছে যার নির্দিষ্টি কোন উৎপাদন ফ্যাক্টরির ঠিকানা নাই। এবং মেয়াদ উর্ত্তীণ ৩৫ কৌটা সম্রাট বাঘাবাড়ীর ঘি ধ্বংস করা হয়েছে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব সোহেল আক্তার, ডাইরেক্টর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাছাইকৃত সংবাদ

No posts found.