৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:৪৮

গোদনাইলে চোরাই তেলসহ আটক ১

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম বার্তাঃ

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে ১,১৫০ লিটার চোরাই তেলসহ চোরাই চক্রের ১ সক্রিয় সদস্য মাহবুবুর রহমান মামুন (৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় ৭টি ড্রামে ১,১৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।

সোমবার ২৬শে অক্টোবর দুপুর দেড়টায় গোদনাইল এসও রোড মেঘনা ওয়েল ডিপো এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনাকালে চোরাই সিন্ডিকিটের সদস্য মোঃ আরিফ (৩৫) কৌশলে পালিয়ে যায়।গ্রেফতারকৃত মাহবুবুর রহমান মামুনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও পলাতক আসামী মোঃ আরিফ (৩৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ তেল চুরির অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা অভিনব কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণভাবে মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এর আগে গতকাল রোববার একই এলাকায় অভিযান চালিয়ে ৩৭ টি ড্রামে ৭,৬৬০ লিটার চোরাই তেল উদ্ধারসহ মোঃ শাহাজাহান (৩৫) নামক চোরাই চক্রের সক্রিয় এক সদস্য’কে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাছাইকৃত সংবাদ

No posts found.