৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১২:২৪

বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানা আয়োজন করা হয় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে।

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে কেক কাটছেন অতিথিরা

শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়।

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা

পরে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়াও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ডা. শাহনেওয়াজ চৌধুরী, সদস্য সচিব ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এম সোলায়মান বক্তব্য প্রদান করেন।

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা। একজন করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। এছাড়া জেলার সকল থানা ও বিট পুলিশ এর অফিস সমূহে একইসঙ্গে কমিউনিটি ডে উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.